প্রকাশিত:
২ ঘন্টা আগে

নিউ ইয়র্কএর মেয়র পদে নির্বাচিত মামদানির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সিটির সব বাসিন্দাদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা ।
আর মাত্র এক মাসেরও কম সময় পর নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ৩৪ বছর বয়সী তরুণ এ নেতা।
এমন সময় সিটির চায়নাটাউনে অভিবাসন সংকট তীব্র আকার ধারণ করেছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস ও পুলিশ কর্তৃক অভিবাসী উচ্ছেদের সময় প্রতিবাদকারীদের বাঁধায় তৈরি হয় উত্তেজনাপূর্ণ অবস্থা।
ফেডারেল কর্তৃপক্ষ যখন অবৈধ অভিবাসী উচ্ছেদে ব্যস্ত, তখন তার বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্ট প্রকাশ করেন মামদানি। তিনি ওই পোস্টে বলেন, ‘আপনি যদি তাদের জন্য প্রয়োজনীয় আবাসন ব্যবস্থা না দিতে পারেন, তাহলে আপনি যা করছেন সেগুলো সফলতা না।’
তবে উচ্ছেদ অভিযানের পক্ষে আছেন মেয়র এরিক অ্যাডামস ও ক্যাথি হোকুল।
অ্যাডামসের ভাষ্য, ‘অস্থায়ী আবাসগুলোকে সড়ক, সাবওয়ে ফুটপাত দখল করতে দেওয়া যায় না। সড়কে বাস করার বিষয়টি অমানবিক। আমরা চাই তারা ঘরে থাকুক।’
গভর্নর ক্যাথি হোকুলও ফেডারেল কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের পক্ষে সমর্থন জানিয়েছেন। হোকুলের মুখপাত্র রোববার বলেন, নিউ ইয়র্কারদের ফুটপাত কিংবা ব্রিজের নিচে ঘুমানো গৃহহীনতার কোনো মানবিক সমাধান বলে মনে করেন না হোকুল। তিনি এমন একটি ব্যবস্থা আশা করেন যে যেখানে উচ্ছেদ অভিযানসহ সয়াহক আবাসন, নেশা নিরাময়, মানসিক স্বাস্থ্য বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।’